কুমিল্লার লাঙ্গলকোটে উপজেলায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সেলিম ভূইঁয়া নিহত হয়েছেন। সংঘর্ষে উভয় গ্রুপের অন্তত ১০ জন আহত হয়েছেন।
শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বাঙ্গড্ডা বাজার এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সেলিম ভূঁইয়া উপজেলার হেসাখাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার স্থানীয় বিএনপি নেতা আব্দুল গফুর ভূঁইয়া ও তার সমর্থকরা একটি মতবিনিময় সভায় অংশ নিতে যাচ্ছিলেন। পথিমধ্যে তারা বাঙ্গড্ডা বাজার এলাকায় পৌঁছালে বিএনপির আরেক নেতা মোবাশ্বের আলমের অনুসারীরাদের মুখোমুখি হন। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন গুরুতর আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সেলিমকে মৃত ঘোষণা করেন।
এদিকে, এই ঘটনায় আব্দুল গফুর ভূঁইয়ার সমর্থকরা বিক্ষোভ মিছিল করেছে। সংঘর্ষের পর থেকেই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এ বিষয়ে লাঙ্গলকোট থানার ওসি এ কে ফজলুল হক জানান, সেলিম নামে একজনের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।