রাশিয়া-ইউক্রেন যুদ্ধের তুলনায় মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধ করা সহজ- টাইম ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প।
ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি কোনো রক্তপাত চান না। সব যুদ্ধ বন্ধ করাই মার্কিন প্রশাসনের উদ্দেশ্য। বিষয়টি বেনিয়ামিন নেতানিয়াহুরও অজানা নয়- জানান পুনরায় নির্বাচিত প্রেসিডেন্ট।
ইসরায়েল ও ফিলিস্তিন দুটি রাষ্ট্র আলাদা হবে কিনা- এ বিষয়ে প্রশ্ন করা হলে বলেন, শান্তি প্রতিষ্ঠায় কার্যকরী সিদ্ধান্তকেই প্রাধান্য দেয়া হবে। সাক্ষাৎকারের এক পর্যায়ে নেতানিয়াহুকে বিশ্বাস করেন কিনা এমন প্রশ্ন উঠলে, রিপাবলিকান এই নেতা সাফ উত্তর দেন- কাউকেই তিনি বিশ্বাস করেন না।
এসময় আশার বাণী শুনিয়ে ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ অতি শিগগিরই বন্ধ হবে।