হিন্দু সম্প্রদায়কে নিয়ে কিছু দেশি মিডিয়াও গুজব ছড়াচ্ছে: প্রেস সচিব

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সম্প্রতি দেশের হিন্দু সম্প্রদায়কে নিয়ে গুজব ছাড়ানোর হচ্ছে। শুধু ভারতীয় নয় দেশের কিছু মিডিয়াও গুজব ছড়াচ্ছে। রোববার (৮ ডিসেম্বর) রাজধানীতে ‘নতুন বাংলাদেশ: অর্জন, চ্যালেঞ্জ এবং উত্তরণ’ শীর্ষক এক সেমিনারে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আমরা সরজমিনে এসে বাংলাদেশের আসল পরিস্থিতি দেখার আহ্বান জানাচ্ছি। দেশের জনগণ ও হিন্দু নেতাদের সাথে দেখা করে আসল পরিস্থিতি জানুন। এ সময় আওয়ামী লীগ জুলাই হত্যাকাণ্ডের জন্য অনুতপ্ত না হয়ে উল্টো গুজব ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। পাশাপাশি গুজব ছড়ানো মিডিয়াদের সত্যতা যাচাইয়ের আহ্বানও জানান তিনি।

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মানিন্দ্র কুমার নাথ বলেন, ধর্মীয় সম্প্রদায়গুলোর ওপর হামলা পুরোপুরি বন্ধ হয়নি। এসব ঘটনার কারণে ধর্মীয় সংখ্যালঘুদের মধ্যে ট্রমা কাজ করছে। দেশকে সামনে আগাতে হলে এসব ঘটনার কারণকে খুঁজে বের করতে হবে।

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেন, নির্বাচনই সব সমস্যার সমাধান নয়। তবে দেশে নির্বাচন না হলে এই সংকটের সুরাহা হবে না।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *