ব্রিটিশ ও পাকিস্তানকে ভয় পায়নি, বাংলাদেশের মানুষ ভারতকে ভয় পাবে?

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী ফয়জুল করীম বলেছেন, ভারত আসলে আমাদের বন্ধু নয়। মমতা ব্যানার্জি যে বক্তব্য দিয়েছেন তা বন্ধু দেশের বক্তব্য হতে পারে না, এটি শত্রুর বক্তব্য।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে গার্মেন্টস শ্রমিক আন্দোলন বাংলাদেশের আয়োজনে গার্মেন্টেস শ্রমিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

ফয়জুল করীম বলেন, ভারত সরকারকে বলব- আপনারা কী ভেবেছেন? আমরা কী আপনাদের ভয় পাই? বাংলাদেশের মানুষ ব্রিটিশকে ভয় পায়নি, পশ্চিম পাকিস্তানের কামান, ট্যাংককে ভয় পায়নি। আর বাংলাদেশের মানুষ ভারতকে ভয় পাবে? আমরা কখনো ভয় পাইনি, পাবও না।

তিনি বলেন, এই দেশকে ধ্বংস করার চক্রান্ত করলে কেউ বিচ্ছিন্ন থাকবে না। আমরা সবাই ঐক্যবদ্ধ, এ জাতি ঐক্যবদ্ধ। ফলে আমরা যে কোনো ষড়যন্ত্র মোকাবিলা করব ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, বাংলাদেশের দিকে চোখ তুলবেন না, আঙুল উঠাবেন না, জোরে কথা বলবেন না। যদি আঙুল তুলতে চান, তাহলে সেই আঙুল রাখব না, যদি চোখ তোলেন তাহলে সেই চোখ রাখব না। যদি উচ্চকণ্ঠে কথা বলেন, তাহলে বাংলাদেশের জনগণ সেই কণ্ঠ চেপে ধরবে।

ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমীর বলেন, বাংলাদেশের মানুষ না খেয়ে থাকলে, বস্ত্র না থাকলেও কারও গোলামি করবে না। আমরা স্বাধীন। এই স্বাধীনতার জন্য বারবার আন্দোলন করেছি, বারবার রক্ত দিয়েছি, বারবার জীবন দিয়েছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *