মির্জাগঞ্জ, (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর মির্জাগঞ্জে ঘূর্ণিঝড় দানার প্রভাবে ৫ মিনিটের ঝড়ে ৭টি ঘর বিধ্বস্ত হয়েছে। এতে ঘরের নিচে চাপা পড়র একই পরিবারের কমপক্ষে চারজন গুরুতর আহত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে মির্জাগঞ্জ উপজেলার দেউলী রানীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, ফাতিমা বেগম(৫৫),রুমা বেগম (২৮),সামিয়া আক্তার(৫) ও ইশামনি (২)। এর মধ্যেও গুরুতর আহত রুমা আক্তারের একটি পা ভেঙ্গে গেছে।
স্থানীয় সূত্রে জানাযায়, বৃহস্পতবার দুপুর বারোটার দিকে উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নের রাণীপুর গ্রাম হঠাৎ ঘূর্ণিঝড় দানার প্রভাবে প্রবল বেগে বাতাস বয়ে যায়। এতে একই এলাকার হাওলাদার বাড়ি পাশাপাশি মীরা বাড়ির ৫টি টিনসেট ঘর সম্পূর্ণ বিধস্ত ও দুটি আংশিক বিধস্ত হয়। এতে ঘর চাপা পড়ে ফাতিমা বেগম,রুমা আক্তার, সামিরা ও ইশামনি গুরুতর আহত হয়।
আহত ফাতেমা বেগমের ছেলে সাহাবুদ্দিন বলেন, দুপুর বারোটার দিকে প্রবল বেগে বাতাস হয়। পাঁচ মিনিটের ঝড়ে আমাদের বসতঘড় লন্ডভন্ড হয়ে যায়। ঘরের মধ্যে চাপা পড়ে আমার মা ফাতিমা বেগম,বোন রুমা আক্তার,দুই ভাগনি সামিয়া ও ইশামনি গুরুতর আহত হয়। চিকিৎসার জন্য তাদেরকে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তরিকুল ইসলাম বলেন, ঘূর্ণিঝড় দানার প্রভাবে সকাল থেকে হালকা বৃষ্টি হচ্ছে। দুপুর বারোটার দিকে দেউলী রানীপুর এলাকায় ঝড়ো বাতাসে ৭টি বাড়ি বিধস্ত হয়। ঘরের নিচে চাপা পরে একই পরিবারের ৪জন আহত হয়েছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোকে ত্রাণ সহায়তা দেয়া হয়েছে। পরবর্তীতে পুনর্বাসনের ব্যাবস্থা করা হবে।