স্টাফ রিপোর্টারঃ বিশ্বজুড়ে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী রোববার (২৯ ডিসেম্বর) রাজধানী ঢাকার বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’। এদিন সকাল আটটা ১২ মিনিটে ২৫৬ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ১ নম্বরে আছে ঢাকা।
একই সময় ২৫০ স্কোর নিয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় ২ নম্বরে অবস্থান করছে ভারতের দিল্লি। সেই সঙ্গে ২২৯ স্কোর নিয়ে ৩ নম্বরে চীনের সাংহাই ও একই স্কোর নিয়ে ৪ নম্বরে বসনিয়া-হার্জেগোভিনার সেরাজেভো।
একই সময় ২১৩ স্কোর নিয়ে ভারতের কলকাতা ৫ নম্বরে এবং ২০৮ স্কোর নিয়ে ৬ নম্বরে চীনের চেংড়ু দূষিত বায়ুর শহরের তালিকায় অবস্থান করছে। এদিক থেকে পাকিস্তানের করাচি আছে ৭ নম্বরে, স্কোর: ১৯১। সংযুক্ত আরব আমিরাতের দুবাই ১৭৯, পাকিস্তানের লাহোর ১৭৮ ও উত্তর মেসিডোনিয়ার স্কোপজে ১৭৩ স্কোর নিয়ে যথাক্রমে ৮, ৯ ও ১০ নম্বরে অবস্থান করছে।