ইসলামী শরিয়াহ অনুযায়ী ৮০ শতাংশ নারী অধিকার নিশ্চিত করেছে আফগান সরকার

ইসলামী শরিয়াহ অনুযায়ী ৮০ শতাংশ নারী অধিকার নিশ্চিত করেছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান সরকার। অবশিষ্ট ২০ শতাংশ নিশ্চিতকরণের জন্য জোরদার প্রচেষ্টা চালানো হচ্ছে।

আফগান সরকারের দাওয়াত-ওয়াল-ইরশাদ (পুণ্যের প্রচার এবং অপপ্রচার প্রতিরোধ) সম্পর্কিত মন্ত্রণালয়ের মুখপাত্র সাইফুল ইসলাম খাইবার এ কথা জানান।

তিনি বলেন, ইসলাম অনুযায়ী আফগান নারীদের ৮০ শতাংশ মৌলিক অধিকার নিশ্চিত করা হয়েছে। এসব অধিকারের মধ্যে রয়েছে ইসলাম প্রদত্ত ব্যক্তি স্বাধীনতা, উত্তরাধিকার সম্পত্তি ও বিবাহের অধিকার।

তিনি আরও বলেন, নারীসহ সকল নাগরিকের অধিকার নিশ্চিত করার বিষয়ে অধিক গুরুত্ব দেয় দাওয়াত-ওয়াল-ইরশাদ মন্ত্রণালয়। ক্ষমতায় আসার পর থেকে এখন পর্যন্ত উত্তরাধিকার আইন বাস্তবায়নের জন্য একাধিক কার্যকরী পদক্ষেপ নিয়েছে আফগান সরকার।

উল্লেখ্য, গত তিন বছরে নারীদের উত্তরাধিকার সংক্রান্ত ৪ হাজার ৫০০ মামলা সুষ্ঠভাবে সমাধান করা হয়েছে বলে ইতিপূর্বে জানিয়েছে দাওয়াত-ওয়াল-ইরশাদ মন্ত্রণালয়। সেই সঙ্গে প্রায় ৫ হাজারের কাছাকাছি অভিভাবক কর্তৃক নারীদের জোরপূর্বক বিবাহ রুখে দেওয়া হয়েছে।

সূত্র: তোলো নিউজ

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *