দলের পরিবর্তন হয়েছে, আদর্শের পরিবর্তন হয়নি : মুফতী ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতী ফয়জুল করীম বলেছেন, সব সমস্যার সমাধান দিতে পারে একমাত্র ইসলাম। সব অসুবিধা দূর করতে ইসলামী আদর্শের সরকার দরকার।

শনিবার (১৯ অক্টোবর) ঈশ্বরদীর মরহুম খায়রুজ্জামান বাবু বাস টার্মিনালে সংগঠনের ঈশ্বরদী উপজেলা শাখা আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

ফয়জুল করীম বলেন, ইসলাম এলে কী হবে আমাদের? তোমার বস্ত্রের দায়িত্ব সরকারের, তুমি অসুস্থ তোমার চিকিৎসার দায়িত্ব সরকারের। ইসলাম এলে তোমার সন্তান মেধাবী, সরকার তোমার সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবে। তুমি দরজা খুলে শুয়ে থাকবে, পাহারা দেওয়ার দায়িত্ব সরকারের। কিন্তু হচ্ছে না। দলের পরিবর্তন হয়েছে, আদর্শের পরিবর্তন হয়নি।

তিনি বলেন, এসপি ডিসি ওসি চলে যায়। কিন্তু ঘুস থেকে যায়। এই পরিবর্তনে কাজ হবে না। আমরা নীতির পরিবর্তন চাই। যারা খুনি তাদের তোমরা পছন্দ করো। এতে পরিবর্তন হবে না। ভালোকে বেছে নিতে হবে। মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না।

অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন, অধ্যাপক আরিফ বিল্লাহ, মোহাম্মদ সাইফুল ইসলাম, মুফতি মোহাম্মদ জাকারিয়া, মাওলানা মাহমুদুল হাসান প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *