ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা আবারো ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল অধিকৃত গোলান মালভূমিতে কয়েকটি ড্রোনের সাহায্যে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।
আজ বুধবার (৯ অক্টোবর) সকালে ইরাকের প্রতিরোধ যোদ্ধাদের জোট এক বিবৃতিতে এই তথ্য জানায়।
বিবৃতিতে বলা হয়, দখলদার ইহুদিবাদী ইসরাইল গাজা এবং লেবাননে নারী, শিশু ও বৃদ্ধসহ সব বয়সী মানুষের ওপর যে গণহত্যা চালাচ্ছে তার জবাবে আজ ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা গোলান মালভূমির ইসরাইলি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।
বিবৃতিতে ফিলিস্তিন ও লেবাননের জনগণকে ‘আমাদের লোকজন’ বলে উল্লেখ করা হয়।
ইরাকি প্রতিরোধ যোদ্ধারা জানিয়েছে, ফিলিস্তিন এবং লেবাননের জনগণের প্রতি সমর্থন জানিয়ে এই হামলা চালানো হয়েছে।
এছাড়া, ইসরাইলের দক্ষিণাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলেও জানান ইরাকি যোদ্ধারা।
সূত্র : পার্সটুডে