মঙ্গলবার ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলকে লক্ষ্য করে ১৮০ টির মত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ইরান। এতে তাৎক্ষণিক হতাহতের বিষয়টি নিশ্চিত না হওয়া গেলেও দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ইসলামী প্রতিরোধ দলগুলোর নেতাদের হত্যার প্রতিশোধে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরান।
এদিকে এমন হামলার কঠিন প্রতিশোধ নেওয়া হবে বলে জানিয়েছে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
তিনি বলেন, “আজ রাতে অনেক বড় ভুল করেছে ইরান। এর জন্য কঠিন ফল ভোগ করতে হবে তাদের।”
তিনি আরো বলেন, “আমরা যে নিয়ম প্রতিষ্ঠা করেছি সেটাই চালু থাকবে। যে আমাদের উপর আক্রমণ চালাবে, আমরাও তাদের উপর পাল্টা আক্রমণ করব।”
এদিকে, ইসরাইলের পক্ষ থেকে হামলা চালানো হলে পুনরায় আবারও তেল আবিবে আক্রমণ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান।