আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করা হয়েছে। শুক্রবার (২৩ আগস্ট) অবৈধভাবে পারাপারের সময় সিলেটের কানাইঘাট সীমান্ত থেকে তাকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল আসাদ উন নবি যমুনা নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত এলাকায় রাত ৯টার দিকে এক ব্যক্তি অবৈধভাবে ভারতে পাড়ি দেয়ার চেষ্টা করে। সে সময়ই টহলরত বিজিবি সদস্যরা তাকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি সাবেক বিচারপতি শামসুদ্দিন মানিক।
এর আগে, বৃহস্পতিবার (২২ আগস্ট) বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের পরিবার নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক সংসদ সদস্য ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।