বাংলাদেশের মিশন শেষ করে যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন ঢাকায় দেশটির নিযুক্ত বিদায়ী রাষ্ট্রদূত পিটার হাস। লিংকডিনে পোস্ট করা এক বার্তায় পিটার হাস তার যুক্তরাষ্ট্রে ফিরে যাবার বিষয়টি নিশ্চিত করেন।
ওই পোস্টে বিদায়ী এ মার্কিন রাষ্ট্রদূত বলেছেন, যেভাবে বাংলাদেশ মিশন শেষ করতে চেয়েছিলাম সেভাবে না হলেও এ দেশের সাধারণ মানুষ, সহকর্মী ও বন্ধুদের জন্য রইলো শুভ কামনা। বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ কামনাও করেন তিনি।
ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্টদূত হিসেবে ২০২২ সালের ১ মার্চ বাংলাদেশে এসেছিলেন পিটার হাস। আর্ল রবার্ট মিলারের স্থলাভিষিক্ত হন তিনি।
এর আগের বছরের ৯ জুলাই বাংলাদেশে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে পিটার ডি হাসকে মনোনয়ন দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আর ওই বছরের ১৮ ডিসেম্বর এই নিয়োগ অনুমোদন করে মার্কিন সিনেট।
দ্বাদশ সংসদ নির্বাচন ঘিরে এই মার্কিন রাষ্ট্রদূতের তৎপরতা বেশ নজর কাড়ে। ক্ষমতাসীন আওয়ামী লীগের অনেক নেতা তাকে নিয়ে নেতিবাচক মন্তব্য করেন।