বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদের বেশি বেশি বই পড়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শুধু জ্ঞান আহরণ নয়, বই ঘুমের ওষুধের বিকল্প হিসেবেও ভালো কাজ করে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেল ৩টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর একুশে বই মেলার উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
এ সময় বই মেলার সাথে জড়িত শৈশবের নানা স্মৃতির কথা বলেন শেখ হাসিনা। আক্ষেপের সুরে বলেন, প্রধানমন্ত্রী হিসেবে বইমেলায় এসে মজা নেই। নিরাপত্তার বেড়াজালে তার স্বাধীনতাই শেষ। তিনি বলেন, এখন জেলায় জেলায় বইমেলা হচ্ছে। ধীরে ধীরে তা উপজেলা পর্যায়ে নিয়ে যাওয়া হবে।
শিশুদের বইপড়ায় আগ্রহী করে তুলতে অভিভাবকদের আরও নজর দেয়ার পরামর্শও দিয়ে সরকারপ্রধান বলেন, অনেকে অনিদ্রায় ঘুমের ওষুধ সেবন করে থাকেন। কিন্তু বই ঘুমের ওষুধ হিসেবেও ভালো কাজ করে।
তিনি বলেন, যে বইটি খুব বেশি মজার না, এমন বই পড়লে দ্রুত ঘুম চলে আসে। ফলে কোনো ওষুধ খাওয়ার দরকার পড়বে না। অনিদ্রার সমস্যায় তিনি নিজেও এ টোটকা অনুসরণ করেন বলে জানান।