চলতি বিপিএলে সিলেটপর্বে সিলেট হেরেছে টানা তৃতীয় ম্যাচ আর বরিশাল পেয়েছে টানা দ্বিতীয় জয়। মঙ্গলবার (৭ জানুয়ারি) সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মাত্র ১২৫ রানের ছোট লক্ষ্য তাড়ায় ৫৭ বল ও ৭ উইকেট হাতে রেখে বড় জয় নিশ্চিত করেছে ফরচুন বরিশাল।
টসে হেরে আগে ব্যাট করতে নেমে ১০ বল বাকি থাকতেই ১২৫ রানে অলআউট হয়ে যায় সিলেট। জবাবে ব্যাট করতে নেমে ক্যারিবীয় মায়ার্স ও হৃদয়ের ব্যাটে ৫৭ বল বাকি থাকতেই জয়ের বন্দরে নোঙ্গর করে বরিশাল।
১২৬ রানের লক্ষ্যে ইনিংসের প্রথম বলেই কর্নওয়ালের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন সর্বশেষ ম্যাচে অপরাজিত ৮৬ রানের ইনিংস খেলা বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। এরপর আরেক ওপেনার নাজমুল হোসেন শান্তও হন ব্যর্থ। ৩ বলে মাত্র ৪ রান আসে তার ব্যাট থেকে।
এরপর দারুণ এক জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেন তাওহিদ হৃদয় ও উইন্ডিজের কাইল মায়ার্স। এই দুজন ১১৬ রানের জুটি গড়ে। ১২২ রানের মাথায় হৃদয় ফিরলেও জয় পেতে কোনো সমস্যা হয়নি দলটির। ২৭ বলে ৪৮ করেন হৃদয়। মায়ার্স ৩১ বলে ৫৯ রান করে অপরাজিত থাকেন। সিলেটের হয়ে ২টি উইকেট নেন পেসার তানজিম সাকিব।
এর আগে, প্রথমে ব্যাট করতে নেমে ধীরগতিতে রান সংগ্রহ করতে থাকে সিলেট স্ট্রাইকার্স। ওপেনার রনি তালুকদার মায়ার্সের বলে দ্রুতই আউট হয়ে যান। এরপর রাহকিম কর্নওয়াল কিছুটা ঝড়ের আভাস দিলেও শাহিন আফ্রিদির বলে ১২ বল খেলে ১৮ রান করে বিদায় নেন। পরবর্তী সময়ে সিলেটের ব্যাটাররা নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে এবং ১৮.২ ওভারে মাত্র ১২৫ রানে অলআউট হয়ে যায়। সর্বোচ্চ ৩৬ আসে অধিনায়ক আরিফুল হকের উইলো থেকে।
বরিশালের পক্ষে রিশাদ হোসেন ও জাহানদাদ খান ৩টি করে উইকেট নেন। ফাহিম আশরাফ তুলে নেন ২টি উইকেট।