নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, সরকার যা প্রচার করুক না কেন, এরা যে ফোর টুয়েন্টি তা দেশের মানুষ ও পশ্চিমারা জানে। কেউ এসে আন্দোলন করে দেবে না, নিজেদের লড়াই নিজেদেরই করতে হবে।
বুধবার (২৪ জানুয়ারি) বিকেলে জাতীয় প্রেসক্লাবে ’৬৯ এর গণঅভ্যুত্থান নিয়ে গণসংহতি আন্দোলনের এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মাহমুদুর রহমান মান্না আরও বলেন, আমরা হয়তো ক্ষমতা পাইনি, তবে লড়াই জারি আছে। আমরা কর্মসূচি দিচ্ছি কিন্তু মানুষ ভয়ে সাড়া দিচ্ছে না। এই সরকারের বিরুদ্ধে ভয়হীনভাবে আন্দোলন চালিয়ে যেতে যুগপৎ লড়াই করতে হবে।
আলোচনা সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, খুব দ্রুত ছাত্রদের বৃহৎ ঐক্য নিয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে।
এতে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী বলেন, এই দখলদারদের উচ্ছেদে ’৬৯ এর গণঅভ্যুত্থানের মতোই আন্দোলনে পরাজিত করতে হবে।