সরকার প্রধান কত ভয়ানক অন্যায় করলে দেশ থেকে পালিয়ে যেতে হয় : আলতাফ হোসেন চৌধুরী

শামসুল হক, মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধানের পদত্যাগের ইতিহাস আছে। কিন্তু সরকার প্রধান কত ভয়ানক অন্যায় করলে দেশ থেকে পালিয়ে যেতে হয়। শেখ হাসিনাই তার প্রমান বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী।

আজ বৃহস্পতিবার বিকালে মাধবখালী ইউনিয়ন বিএনপির উদ্যেগে নিউমার্কেট বাজার এলাকায় ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

আলতাফ চৌধুরী বলেন, শেখ হাসিনা দিনের ভোট রাতে চুরি করে অবৈধভাবে ক্ষমতায় গিয়ে বিএনপির অসংখ্য নেতা–কর্মীকে গুম ও খুন করেছে। মামলা–হামলা দিয়ে তাদের ঘর-বাড়ি ছাড়া করেছে। জমিজমা দখল করে নিয়ে গেছে। বিএনপির নেতাকর্মীরা বনে জঙ্গলে পশুর মতো রাত কাটিয়েছে। সতেরো বছর পর এবার তারা সকলে মিলে আনন্দে ঈদ কাটিয়েছে ।
তিনি আরো বলেন, আমাদের ছেলেরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের দলীয় পুলিশের বন্দুকের সামনে বুক পেতে তাদের প্রতিহত করেছে। শুধু শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যায়নি, মন্ত্রী পরিষদের সদস্য, চেয়ারম্যান,মেম্বার, এমনকি মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছে। তারা এখন বিদেশে থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা অব্যাহত রেখেছে। তাই সকলকে সতর্ক থাকার আহবান জানান তিনি।

মাধবখালী ইউনিয় বিএনপি’র সভাপতি শাহীন চৌধুরীর পাশা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পটুয়াখালী জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মহসিন, মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি মো.আনোয়ার হোসেন সিকদার, সহ সভাপতি আইয়ুব আলী খান ও যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল মৃধা।

মাধবখালী ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ সাইফুল ইসলাম জাহাঙ্গীরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহসভাপতি আমিনুল ইসলাম খোকন,মাধবখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাসিবুল মনির খন্দকার, উপজেলা ছাত্রদলের সভাপতি আবুল বাশার মোখলেছ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ রফিকুল ইসলাম, মাধবখালী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো.জাফর আকন, জেলা যুবদলের সহ-সম্পাদক আবু বকর সিদ্দিক চৌধুরী, মহিলা দলের সভানেত্রী জেসমিন শাকুর, মাধবখালী ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মো.জাফর জোমাদ্দার, ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম মিলন প্রমূখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *