আন্তবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) খেলোয়াড়দের ওপর হামলার অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের বিরুদ্ধে। সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল স্টেডিয়ামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঢাবি ক্রিকেট দলের চারজন খেলোয়াড় আহত হয়েছেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ম্যাচের ১৯তম ওভারের প্রথম বলে উইকেট পায় ঢাবি। সেই উইকেটের সিদ্ধান্ত নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে মাঠে প্রবেশ করে রাবি শিক্ষার্থীরা। এসময় ফিল্ডিংয়ে থাকা ঢাবির খেলোয়াড়দের ওপর অতর্কিত হামলা চালায় তারা।এ ঘটনায় দলটির ইমন, তুর্য, রোকন ও সিফাত নামের চার খেলোয়াড় আহত হয়েছেন।
উত্তেজনার একপর্যায়ে ঢাবির খেলোয়াড়রা প্যাভিলিয়নে আশ্রয় নিলে সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্রলীগের নেতৃবৃন্দ তাদের নিরাপত্তা দেয়। নতুনভাবে খেলা শুরু করতে না পারায় দুই দলকে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করেছে ম্যাচ পরিচালক।
পরে পুলিশ ও ছাত্রলীগের সহায়তায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাসে করে ঢাবি শিক্ষার্থীদের তাদের ফেরত পাঠানো হয়৷