রাজনৈতিক পট পরিবর্তনের সেই ২৮ অক্টোবর আজ

২০০৬ এর ২৮ অক্টোবর কিংবা ২০২৩, বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে উল্লেখযোগ্য দিন।২০০৬ সালের ২৮ অক্টোবর ছিল বিএনপির নেতৃত্বে চারদলীয় জোট সরকারের শেষ দিন। সদ্য অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি কে এম হাসান যেন তত্ত্বাবধায়ক সরকার প্রধানের দায়িত্ব নিতে না পারেন সেজন্য আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দলীয় জোট তখন তুমুল আন্দোলন করছে।

এমন প্রেক্ষাপটে সে বছর ২৮শে অক্টোবর ঢাকার পল্টন-বায়তুল মোকাররম এলাকায় জামায়াতে ইসলামী এবং আওয়ামী লীগের কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এই আন্দোলন আওয়ামী লীগের লগি-বৈঠা আন্দোলন নামেই পরিচিত। সেদিন ঢাকার রাস্তায় প্রকাশ্যে অস্ত্র তুলে গুলি এবং মানুষ পিটিয়ে মারার ঘটনা গভীর আলোড়ন তৈরি করেছিল।

অপরদিকে, রাজনীতির হিসাব যারা কষেন তাদের কাছে ২০২৩ সালের ২৮ অক্টোবর খুবই অর্থবহ। আগের কয়েকদিনের নানা অনিশ্চয়তার পর দেশের প্রধান দুই দলসহ বিভিন্ন রাজনৈতিক দলের সমাবেশ-কর্মসূচি ঘিরে পরিস্থিতি কী দাঁড়ায়, এ নিয়ে ছিল জল্পনা। অবশেষে রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণহানি ও হরতাল ঘোষণার মধ্য দিয়ে শেষ হয় ২৮ অক্টোবর। পুলিশের ওপর হামলা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী-সহ গ্রেফতার হন অনেক শীর্ষ নেতা। ধারণা করা হয়, ২৮ অক্টোবরের প্রেক্ষাপটই বিএনপিকে নির্বাচনের আগে রাজপথ থেকে দূরে সরে যেতে বাধ্য করা হয়েছিল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *