যুদ্ধ পরিস্থিতির কারণে লেবানন থেকে প্রথম দফায় দেশে ফিরেলেন ৫৪ প্রবাসী।
লেবাননের রাজধানী বৈরুত থেকে সৌদিয়া এয়ারলাইনসের একটি উড়োজাহাজে আজ সোমবার বিকেলে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
এ সময় প্রবাসীকল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল তাদের স্বাগত জানান।
আসিফ নজরুল বলেন, ‘সরকার যুদ্ধবিদ্ধস্ত লেবানন থেকে প্রবাসী বাংলাদেশিদের ফিরিয়ে আনতে সব ধরনের সহযোগিতা করবে। প্রয়োজনে দেশে-বিদেশে তাদের পুনর্বাসন করা হবে।’
যুদ্ধবিধ্বস্ত লেবাননে আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে যৌথভাবে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
দেশে ফিরতে ইচ্ছুকদের তালিকাভুক্তির জন্য দূতাবাস থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হলে প্রাথমিকভাবে প্রায় এক হাজার প্রবাসী বাংলাদেশি ফিরে আসার ইচ্ছার কথা জানান।