মির্জাগঞ্জে সেনাবাহিনীর অভিযানে মাদকসহ যুবক গ্রেপ্তার

মো.শামসুল হক,মির্জাগঞ্জ (পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর মির্জাগঞ্জে  মাদকসহ এক যুবককে গ্রেপ্তার  করা হয়েছে। গতকাল মঙ্গলবার ভোরে  গোপন সংবাদের  ভিত্তিতে উপজেলার পূর্ব সুবিদখালী গ্রাম থেকে সেনাবাহিনী অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত যুবকের নাম মো.রেজাউল রাঢ়ী (৩২)। তিনি পূর্ব সুবিদখালী গ্রামের বাসিন্দা।

সেনাবাহিনীর মির্জাগঞ্জ ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন রিমান রাফিন নিশাত জানান, রেজাউল রাঢ়ী দীর্ঘদিন যাবত ইয়াবা ও গাঁজার অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত ছিল। উক্ত তথ্যের ভিত্তিতে মির্জাগঞ্জ ক্যাম্প থেকে মেজর সাব্বির আহমেদের নেতৃত্বে একটি যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় রেজাউল রাড়ির বাসায় তল্লাশি চালিয়ে ১৫০পিস ইয়াবা ট্যাবলেট ও প্রায় ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি এবং জব্দকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনি পদক্ষেপের জন্য।মির্জাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামীম আহমেদ বলেন,আসামির বিরুদ্ধে নিয়মিত মামলার রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *