মির্জাগঞ্জ (পটুয়াখালী)প্রতিনিধি :পটুয়াখালীর মির্জাগঞ্জে বেকার যুব ও যুব মহিলাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সপ্তাহব্যাপী এক প্রশিক্ষনের আয়োজন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে উপজেলার মাধবখালী ইউনিয়নের পূর্ব বাজিতা সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে প্রশিক্ষণের প্রথম কার্যদিবস শুরু হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় থেকে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম।
পরে প্রশিক্ষণার্থীদের কৃষি বিষয়ের উপর প্রশিক্ষণ দেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো.নাহিদ হাসান।
এ সময় উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ফেরদৌস রহমান, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জিএম তাহের ও আজকের পত্রিকার মির্জাগঞ্জ প্রতিনিধি মোঃ শামসুল হক।
প্রশিক্ষণে উপজেলার মাধবখালি ইউনিয়নের ৩০ জন বেকার যুব ও যুব মহিলা অংশগ্রহণ করেন।