মির্জাগঞ্জ(পটুয়াখালী).প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জে বাংলাদেশ বন বিভাগের টেকসই বন ও জীবিকা প্রকল্পের আওতাধীন ওয়াইল্ড লাইফ কনজারভেশন সোসাইটির সহযোগিতায় জেলে ও মাঝিদের ডলফিন সুরক্ষায় সচেতনামূলক সভা করা হয়েছে।
গতকাল মঙ্গলবার পায়রা নদী সংলগ্ন উপজেলার ভিকাখালী ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় হলরুমে এ সভা করা হয়।
এতে সভাপতিত্ব করেন ওয়াইল্ড লাইফ কনজারভেশন সোসাইটির প্রোগ্রামার অফিসার ফাহাদ হোসেন হায়দার।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বন কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, ভিকাখালি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খলিলুর রহমান, আজকের পত্রিকার মির্জাগঞ্জ প্রতিনিধি মো.শামসুল হক ও সোহেল আবেদিন প্রমূখ।
সভায় প্রধান অতিথি ফাহাদ হোসেন হায়দার বলেন, ডলপিনের হটস্পটে অবৈধভাবে নির্বিচারে মাছ শিকার করার কারণে ডলফিনের খাবার কমে যাচ্ছে। জালে আটকা পড়ে ডলফিন মারা যাচ্ছে। এছাড়াও নদীর নব্যতা কমে যায় ডলফিন হারিয়ে যাচ্ছে।
এতে মির্জাগঞ্জ ইউনিয়নের কমপক্ষে ২০ জন জেলে ও মাঝি অংশগ্রহণ করেন।