মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: “বৈষম্যহীন সমাজ গঠনে স্কাউটিং ” প্রতিপাদ্য নিয়ে মির্জাগঞ্জ উপজেলা ৪র্থ কাব ক্যাম্পুরি ২০২৪ উদ্ভোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল দশটায় উপজেলার সুবিদখালী সরকারি রহমান ইসহাক বিদ্যালয় মাঠে ৪দিন ব্যাপী কাব ক্যাম্পুরি অনু্ষ্ঠানের উদ্ভোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তরিকুল ইসলাম।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: রিয়াজুল হকের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন, বাংলাদেশ স্কাউটস পটুয়াখালী জেলার সহকারী পরিচালক মো: ইকবাল হাসান। পটুয়াখালী জেলার স্কাউটের সাবেক কমিশনার মো: সুলতান হোসেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি মো: আব্দুর রাজ্জাক প্রমূখ।
এতে ৪৮ টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিচ্ছ। প্রতিটি বিদ্যালয় থেকে ৬জন শিক্ষার্থী ও একজন করে কাব শিক্ষক রয়েছেন। আগামী ১৪ ডিসেম্বর সমাপনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে কাব ক্যাম্পুরি সমাপ্ত হবে।