মির্জাগঞ্জে ইউএনওর মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবি

মির্জাগঞ্জ ( পটুয়াখালী ) প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি মোবাইল নম্বর (০১৭৩৩৩৩৪১৪৫) ক্লোন করে  শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের  কাছে টাকা দাবির ঘটনা ঘটেছে।

সরকারি অর্থায়নে প্রতিষ্ঠানে ল্যাপটপ দেওয়া হবে বলে মির্জাগঞ্জ ইয়ারিয়া আলিম মাদ্রাসা ও গাজীপুরা বালিকা দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্টের মোবাইল ফোনে  এ টাকা দাবি করা হয়।

আজ সোমবার রাত ৯ টার দিকে মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করেন ইউএনও মো.তরিকুল ইসলাম।

এর আগে রাত সাড়ে ৮ টার দিকে উপজেলা প্রশাসন মির্জাগঞ্জ  নামের একটি ফেসবুক আইডি দিয়ে সকলকে সচেতন থাকতে একটি স্ট্যাটাস দেন ইউএনও।

স্ট্যাটাসে তিনি বলেন,  সতর্ককরণ বার্তাঃ উপজেলা নির্বাহী অফিসার, মির্জাগঞ্জ এর সরকারি নাম্বার ক্লোন করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এর প্রধান এর নিকট ল্যাপটপ বিতরণের কথা বলে ফোন দেয়া হচ্ছে। এ ধরণের ফোন পেয়ে প্রতারিত না হবার জন্য অনুরোধ করা হলো।  একইসাথে কোন ধরণের আর্থিক লেনদেন না করার জন্য সতর্ক করা হলো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.তরিকুল ইসলাম বলেন, মির্জাগঞ্জ ইয়ারিয়া আলিম মাদ্রাসা ও গাজীপুরা বালিকা দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট আমাকে ফোন দিয়েছিলেন। তাঁদের কাছে ইউএনও এর সরকারি মোবাইল নম্বর থেকে ফোন করে ল্যাপটপ দেওয়ার নামে টাকা দাবি করেন।  । তখনই বুঝতে পেরেছি আমার মোবাইল নম্বর ক্লোন করে এ টাকা দাবি করছে দুর্বৃত্তরা। এ বিষয়ে থানায় সাধারন ডায়েরী করার উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান  তিনি।

গাজীপুরা বালিকা দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মো.জাকির হোসেন বলেন, আজ সোমবার সন্ধ্যা ৭টার দিকে আমার মোবাইল নম্বরে ইউএনও স্যারের ফোন নম্বর থেকে ফোন আসে। আপনার প্রতিষ্ঠানের ল্যাপটপ দেওয়া হবে  বলে টাকা দাবি করেন। পরে বিষয়টি ইউএনও স্যারকে অবহিত করি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *