মো.শামসুল হক, মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জে ঈদ উপলক্ষে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে দুই কাউন্টারকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার দিবাগত রাতে কলেজ রোড এলাকায় বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়ে এ জরিমানা করেন মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.তরিকুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত।
এ সময় বরগুনা থেকে ঢাকার যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে আদালত ইমরান পরিবহনের কাউন্টারের দায়িত্বে থাকা মোঃ শামীম আহমেদকে ৩ হাজার ও সোনারতরী পরিবহনের কাউন্টারের দায়িত্বে থাকা মোঃ রাজিব মিয়াকে ৩ হাজার টাকা জরিমানা করেন।
অভিযান চলাকালে দেখা যায়, ঈদকে কেন্দ্র করে বরগুনা থেকে ঢাকাগামী বাসের নির্ধারিত ভাড়ার চেয়ে যাত্রীদের কাছ থেকে ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছিল। যাত্রীদের জিম্মি করে তারা এ টাকা আদায় করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঈদ উপলক্ষে মির্জাগঞ্জ উপজেলার বাসস্ট্যান্ডে ঢাকাগামী যাত্রীদের কাছে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়ায় বাস কাউন্টারগুলোতে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ২ টি কাউন্টারকে সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এমন অভিযোগ পেলে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযানের সময় মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামীম আহমেদসহ ও সেনাবাহিনীর একটি টিম উপস্থিত ছিলেন।