ভয়াবহ বন্যার কবলে পরেছে ইকুয়েডরের উপকূলীয় শহর প্লায়াস। বন্যার পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট; পানিবন্দি হয়ে পড়েছে দু’হাজারের বেশি মানুষ। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম প্রেসনা লাতিনা এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, প্রবল বৃষ্টিপাতে তৈরি হয়েছে এ বন্যা পরিস্থিতি। বন্ধ হয়ে গেছে যোগাযোগ ব্যবস্থা। বন্যায় এখন পর্যন্ত ১ জন প্রাণ হারিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে চলে গেলে দ্রুত বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে নেয়ার নির্দেশ দেয় কতৃপক্ষ।
মঙ্গলবার, উপকূলীয় শহরটি থেকে হাজার হাজার মানুষ ও পোষা প্রানীদের উদ্ধার করা হয়েছে। সাবধানতার জন্য সবাইকে দড়ি ধরে চলাচল করতে দেখা যায়। বন্যায় উপকূলীয় শহর মানাবি, এসমেরাল্ডাস এবং লস রিওস বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানিয়েছে ইকুয়েডরিয়ান সরকার।