বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের বৈঠক হচ্ছে না এ বছর

বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও ভারতের বিএসএফের মহাপরিচালক পর্যায়ের বৈঠক চলতি বছরে হচ্ছে না। এবারের বৈঠকটি ভারতের দিল্লিতে হওয়ার কথা ছিল।

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট বিএসএফের এক কর্মকর্তা হিন্দুস্থান টাইমসকে বৈঠক না হওয়ার কথা জানিয়েছেন। দুই পক্ষের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক না হলেও উভয় পক্ষের মধ্যম সারির কর্মকর্তাদের মধ্যে নিয়মিত বৈঠক হচ্ছে বলেও জানান তিনি।

বিজিবি ও বিএসএফের মহাপরিচালক বছরে দুইবার বৈঠকে মিলিত হন। এতে উভয় পক্ষের স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, মাদক বিরোধীসহ অন্যান্য সংস্থার কর্মকর্তারাও উপস্থিত থাকেন।

এটি রুটিন বৈঠক হলেও এবার প্রেক্ষাপট ভিন্ন। কারণ, গত ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর বিজিবি-বিএসএফের মহাপরিচালক পর্যায়ে আর কোনো বৈঠক হয়নি।

বৈঠকটি গত নভেম্বরে হওয়ার কথা থাকলেও এটি পিছিয়ে দেয়ার অনুরোধ জানায় বাংলাদেশ। এরপর নতুন করে আর তারিখ নির্ধারণ করা হয়নি।

বিএসএফের ওই কর্মকর্তা জানান, ডিসেম্বরে বৈঠকটি আয়োজন নিয়ে আলোচনা হয়। তবে তা ফলপ্রসূ হয়নি। চব্বিশ শেষ হতে আর মাত্র চারদিন বাকি। তাই ২০২৪ সালে এ বৈঠক হওয়ার সম্ভাবনা নেই।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *