বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে ২শ’ ভরি স্বর্ণ লুট

রাজধানীর বনশ্রীতে আনোয়ার হোসেন (৪৩) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে পালিয়েছে দুর্বৃত্তরা। রোববার (২৩ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টার দিকে রামপুরা বনশ্রী এলাকার ডি-ব্লকের ৭ নম্বর রোডে এ ঘটনা ঘটে।

আনোয়ার হোসেনকে উদ্ধার করে পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

তাকে হাসপাতালে নিয়ে আসা মুজিবুর রহমান জানান, রাতে স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার বাসায় ফেরার পথে কয়েকটি মোটরসাইকেল তার গতিরোধ করে এবং তার কাছে থাকা স্বর্ণ ও টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এসময় তিনি বাধা দিলে আনোয়ার হোসেনকে চার রাউন্ড গুলি করে। পরে তার কাছে থাকা প্রায় ২শ’ ভরি স্বর্ণ ও নগদ এক লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

পরে তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে এবং পরে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ ফারুক জানান, বনশ্রী থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক স্বর্ণ ব্যবসায়ীকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। তার শরীরে বেশ কয়েকটি গুলির চিহ্ন রয়েছে। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলমান বলে জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *