দেশের মানুষের ভাগ্য নিয়ে আর যেন কেউ ছিনিমিনি খেলতে না পারে। দেশের মানুষের ভাগ্য পরিবর্তন ও উন্নত স্মার্ট বাংলাদেশ গড়তে সকলকে প্রস্তুতি নিতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে বৃহস্পতিবার (৭ মার্চ) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ কথা জানান।
সরকারপ্রধান বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণে যুদ্ধের প্রস্তুতিসহ সব নির্দেশনা ছিল। ভাষণে বঞ্চনা ও নির্যাতনের ইতিহাসও তুলে ধরেন তিনি। এই ভাষণ মহান মুক্তিযুদ্ধের সময় শক্তি যুগিয়েছিল। ভাষণটি এখন আন্তর্জাতিক প্রামাণ্য দলিল।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু ১৯৪৮ সালে মাতৃভাষার অধিকার আন্দোলনের মধ্য দিয়ে এ দেশের স্বাধীনতার কথা চিন্তা করেছিলেন। তখন থেকেই বঙ্গবন্ধু পাকিস্তানিদের টার্গেটে পড়েছিলেন। বঙ্গবন্ধুর ৬ দফা মূলত ১ দফা ছিল। এটি ছিল বাংলাদেশের স্বাধীনতা।
শেখ হাসিনা বলেন, দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। মানুষ যেন ইতিহাস ভুলে না যায়। দেশের উন্নয়ন ও সফলতার পেছনে ইতিহাসই পথ দেখায়।