আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার ১৯৮৬ বিশ্বকাপের জার্সি নিলামে তোলা হয়েছে। খেলাধুলায় বিরল স্মারকগুলো নিলামে তোলার এ উদ্যোগ নিলামকারী প্রতিষ্ঠান সথেবির। এটি নিউইয়র্কে নিলামে তোলা হয়েছে বলে জানিয়েছে সথেবির।
নিলামকারী প্রতিষ্ঠান জানিয়েছে, জার্সিটির প্রত্যাশিত মূল্য ৯ লাখ ডলার নির্ধারণ করেছে তারা। এই জার্সিটি ’৮৬ বিশ্বকাপের সেমিফাইনালে বেলজিয়ামের বিপক্ষের ম্যাচে পরেছিলেন এই কিংবদন্তি।
মেক্সিকো সিটির অ্যাস্তাদিও অ্যাতজেকা স্টেডিয়ামে ম্যারাডোনার জোড়া গোলে বেলজিয়ামকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে আর্জেন্টিনা। পরে পশ্চিম জার্মানিকে হারিয়ে শিরোপা জয়ও করে আলবেসেলেস্তেরা।
সেমিফাইনালে জয়ের পর বেলজিয়ামের গোলকিপার জেন-মারি-পাফসের গ্লাভসের বদলে নিজের জার্সি বদল করেছিলেন দিয়েগো ম্যারাডোনা। এতে কিংবদন্তির অটোগ্রাফও ছিল। এছাড়া বেলজিয়াম গোলরক্ষকের উদ্দেশে লেখেন, ‘ গ্রেট জে-মারির জন্য আমার ভালোবাসা।’
জার্সিটি পাফসের ফুটবল জাদুঘরে প্রদর্শিত করা হয়েছিল। গতবছর এটির উদ্বোধন করা হয়। যেখানে ফুটবলের স্মারক ট্রফি ও ক্রীড়াবিদদের পরিহিত জার্সি সংরক্ষণ করা হচ্ছে।