রাজধানীর পল্লবীতে একটি বাজারের ব্যাগ থেকে ৪ মাস বয়সী অজ্ঞাত এক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ ডিসেম্বর) মিরপুর ১২ থেকে দিয়াবাড়ি যাওয়ার পথে মেট্রোরেলের ১৪৫ নম্বর পিলারের কাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশের ধারণা, শুক্রবার ভোর ভোরের দিকের যেকোনো সময়ে শিশুটিকে হত্যা করা হয়েছে। উদ্ধারকৃত শিশুটির বয়স অনুমানিক ৪ মাস হতে পারে। বাজারের ব্যাগে চাদরে মোড়ানো শিশুটির গলার পিছনের দিকে জখমের চিহ্ন রয়েছে।
পুলিশ জানায়, জরুরি সেবা ৯৯৯ ফোন কলের মাধ্যমে খবর পেয়ে পল্লবী থানার অফিসার ইনচার্জ ও এসআই ঘটনাস্থলে যান। উপস্থিত লোকজনকে জিজ্ঞাসা করলে কেউই শিশুটির পরিচয় সম্পর্কে কিছু বলতে পারেনি। সিআইডি ক্রাইমসিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন পল্লবী থানার ওসি।