ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিস তরুণদের জন্যে সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধের ঘোষণা দিয়েছেন। তবে তার এই প্রস্তাবে ভেটো দেIয়ার আভাস পাওয়া গেছে।
তিনি গত সপ্তাহে এই ভেটো দেIয়ার আভাস দিয়ে বলেছেন, রাজ্যের আইনসভার অনুমোদিত প্রস্তাবে আরো পরিবর্তন প্রয়োজন।
শুক্রবার (১ মার্চ) রিপাবলিকান এই গভর্নর আরো জানিয়েছেন, আইনপ্রণেতারা প্রস্তাব নিয়ে কাজ করছেন। এতে গোপনীয়তা ও মা-বাবার অধিকার বিষয়ক সমস্যা সমাধানের বিষয় নিয়ে কাজ চলছে।
এক টুইট বার্তায় গভর্নর বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্ষতিকর প্রভাব থেকে শিশুদের রক্ষা করা গুরুত্বপূর্ণ। একইসাথে মা-বাবার অধিকারকে সমর্থন দেয়া দরকার।
তিনি বলেন, অগ্রাধিকার ভিত্তিতে এইসব বিষয়কে অন্তভূর্ক্তির পর প্রস্তাবটি শিগগিরই আইনে পরিণত হবে।
মূল প্রস্তাবে ১৬ বছরের নিচের ছেলেমেয়েদের সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্ট খোলার ওপর নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে।
এদিকে বিলটির বিরোধিতাকারীরা বলেছেন, কর্তৃপক্ষ নয়, শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের বিষয়টি দেখভাল করবে মা-বাবা।