প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) মিশরের রাজধানী কায়রোর একটি হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য নিশ্চিত করেছে।
এ সময় প্রধান উপদেষ্টা ইসলামাবাদের সঙ্গে ঢাকার সম্পর্ক এগিয়ে নিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে ১৯৭১ সালের অমীমাংসিত সমস্যাগুলো মীমাংসা করার আহ্বান জানিয়েছেন। বলেন, ‘বিষয়গুলো বারবার আসছে। আসুন আমরা সামনে এগিয়ে যেতে সেই বিষয়গুলোর ফয়সালা করি।’ .
বৈঠকে দুই দেশের সরকারপ্রধান ব্যবসা, বাণিজ্য, ক্রীড়া ও সংস্কৃতি বিনিময়ের মাধ্যমে দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদারে সম্মত হয়েছেন। পাশাপাশি দুইনেতা চিনি শিল্প এবং ডেঙ্গু ব্যবস্থাপনার মতো নতুন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন।
এই সময় প্রফেসর ইউনূস এবং শেহবাজ শরীফ তাদের পারস্পরিক আগ্রহের বিষয়ে আলোচনা করেন। এছাড়া সার্ক পুনরুজ্জীবিত করাসহ বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। বৈঠকে শেহবাজ শরীফ প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে তার সুবিধাজনক সময়ে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান। বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, প্রফেসর ড. ইউনূসের বিশেষ দূত লুৎফে সিদ্দিকী উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ডি-৮ সম্মেলনে অংশ নিতে প্রধান উপদেষ্টা ড. ইউনূস মিশরের রাজধানী কায়রোতে অবস্থান করছেন। এই সম্মেলনের সাইডলাইনে বৈঠক করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে।