টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড জিম্বাবুয়ের

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে আফ্রিকার উপ-আঞ্চলিক বাছাইপর্বের ম্যাচ চলছে। যেখানে জিম্বাবুয়ের রান উৎসব চলছেই। এবার সেই রান উৎসবে নিজেদের দলীয় সর্বোচ্চ তো বটেই, একই সঙ্গে আর্ন্তজার্তিক টি-টোয়েন্টি রান সংগ্রহের বিশ্বরেকর্ড করে ইতিহাস গড়েছে জিম্বাবুয়ে।

বুধবার (২৩ অক্টোবর) নাইরোবিতে বিশ্বকাপ বাছাইতে গাম্বিয়ার বিপক্ষে আগে ব্যাট করতে নেমে সিকান্দার রাজার ৪৩ বলে বিধ্বংসী ১৩৩ রানের ইনিংসে ২০ ওভারে ৪ উইকেটে ৩৪৪ রান তুলেছে জিম্বাবুয়ে। যা স্বীকৃত টি-টোয়েন্টিতে রান সংগ্রহে সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

৩৩ বলে সেঞ্চুরি করে তিনি টি-টোয়েন্টি ইতিহাসের যুগ্মভাবে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ড করেন সিকান্দার রাজা। এছাড়া ক্লাইভ মাডান্ডেও অপরাজিত থাকেন দুর্দান্ত এক অর্ধশতকে।

ম্যাচে জিম্বাবুয়ে মোট ২৭টি ছক্কা হাঁকায়, যা এই ফরম্যাটে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড। ব্যাট হাতে জিম্বাবুয়ের মহাপ্রলয় বইয়ে দেওয়ার দিনে স্বাভাবিকভাবেই অসহায় ছিলেন গাম্বিয়ার বোলাররা। সবচেয়ে বাজে দিন পার করেছেন মুসা জোরবাতেহ। গাম্বিয়ার এই পেসার ৪ ওভারে দিয়েছেন ৯৩ রান, যা আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে সবচেয়ে খরুচে বোলিং।

এর আগে টি-টোয়েন্টিতে দলগত সর্বোচ্চ রানের রেকর্ড ছিলো নেপালের। গতবছরের সেপ্টেম্বরে তারা নেপালের বিপক্ষে করে ৩১৪ রান। তালিকার তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশের বিপক্ষে বেঙ্গালুরুতে করা ভারতের ২৯৭ রান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *