মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের (এনসিপি) কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ২০২৪-২৬ এর আংশিক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার ( ১৩আগস্ট) এ কমিটি গঠন করা হয়।
এ কমিটিতে কেন্দ্রিয় সমন্বয়ক বোর্ড শাহীন চৌধুরী পাশাকে সভাপতি ও ডাঃ জাকারিয়া চৌধুরীকে সম্পাদক নির্বাচিত করেছেন।
কমিটির অন্য সদস্যরা হলেন,সিনিয়র সহ সভাপতি রবিউল ইসলাম পলাশ,সহসভাপতি আনন্দ শাহ বাকিবিল্লাহ, নাজিম উদ্দিন আহমেদ,আশেক আহমেদ,অলিউর রহমান, হেলাল উদ্দিন,মহিউদ্দিন মাহী,মুশফিকুর রহমান,সিনিয়র যুগ্ম সম্পাদক এম.জে সৌরভ,যুগ্ম সম্পাদক দেওয়ান মাহমুদা আক্তার লিটা,সাংগঠনিক সম্পাদক ফাতেমা তুজ জোহরা মিতু,দপ্তর সম্পাদক এইচ এম কবির,সহ দপ্তর সম্পাদক মিরু হাসান বাপ্পি, প্রচার সম্পাদক নাজমুল হাসান জনি,সহ প্রচার সম্পাদক মিনা জসিম জুবায়ের,আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এম নৌশাদ আলী,তথ্যও গবেষনা বিষয়ক সম্পাদক এরশাদ মাহমুদ ও সহ তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক পদে এবি পারভেজকে রাখা হয়েছে।
জাতীয়তাবাদী সাইবার দলের সভাপতি শাহীন চৌধুরী পাশা বলেন,দেশ এবং গণতন্ত্র রক্ষার্থে জাতীয়তাবাদী সাইবার দল তথ্য ও প্রযুক্তির ক্ষেত্রে বিএনপির সহায়ক শক্তি হিসেবে কাজ করবে। জাতীয়তাবাদী সাইবার দলের২০ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে। পরবর্তীতে এ কমিটির পরিধি আরো বাড়ানো হবে।