রাসেল মোল্লা, কলাপাড়াঃ গাজায় চলমান ইসরাইলি বর্বরোচিত হামলার প্রতিবাদে ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচির সাথে সংহতি জানিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার আছর নামাজবাদ,আমরা কলাপাড়াবাসী, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, উপজেলা যুব হিজবুল্লাহ, তাওহীদি জনতার ব্যানারে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এ উপলক্ষে খেপুপাড়া বড় জামে মসজিদ থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বড় জামে মসজিদে মাঠে সমাবেশ হয়।
এসময় বক্তব্য রাখেন বড় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সাইদুর রহমান রহমান, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন কলাপাড়া উপজেলা সভাপতি মুফতি মাওলানা হাবিবুর রহমান।
বক্তারা ইসরাইলি হামলাকে ‘নির্মম গণহত্যা’ হিসেবে অভিহিত করে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘গাজায় নারী ও শিশুর উপর নৃশংস হামলা চালিয়ে ইসরাইল মানবাধিকার লঙ্ঘন করেছে। মুসলিম বিশ্বকে একযোগে এর প্রতিবাদ জানাতে হবে।
এসময় তারা হাতে ব্যানার-ফেস্টুন নিয়ে ইসরাইল বিরোধী নানা স্লোগান দেন। এছাড়া ইসরাইলি পণ্য বয়কটের আহ্বান জানানো হয়।
সমাবেশ শেষে গাজার মুসলমানদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।
এদিকে উপজেলার মহিপুর, কুয়াকাটায় প্রতিবাদ মিছিল ও সমাবেশের খবর পাওয়া গেছে।