যুদ্ধবিরতি চুক্তি ঘোষণার পরও গাজাজুড়ে চলছে ইসরায়েলের তাণ্ডব। চুক্তি ঘোষণার পর এখন পর্যন্ত উপত্যকায় ৮৭ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
নিহতদের মধ্যে ২১ শিশু এবং ২৫ নারী রয়েছে। এর মধ্যে জাবালিয়ায় এক হামলাতেই প্রাণ গেছে ২০ জনের। এছাড়াও খান ইউনিসসহ বিভিন্ন এলাকাতেও চালানো হয়েছে ব্যাপক বিমান হামলা।
আগামী রোববার (১৯ জানুয়ারি) থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা। এর আগ পর্যন্ত আরও ভয়াবহ হামলার শঙ্কা করছে ফিলিস্তিনিরা। কার্যকর হওয়ার আগেই গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যাওয়ার শঙ্কাও দেখা দিয়েছে।
হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে তেল আবিবের আগ্রাসনে গাজায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছে প্রায় ৪৬ হাজার ৮শ’ ফিলিস্তিনি। আহত হয়েছে ১ লাখ ১০ হাজারের বেশি।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে আকস্মিক হামলা চালায় হামাস। এই হামলায় নিহতের সংখ্যা ১২শ’ বলে ইসরায়েলের দাবি। প্রায় ২৪০ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়। বন্দিবিনিময়ের অধীনে তাদের প্রায় ১০০ জনকে মুক্তি দেয়া হয়। ওই দিন থেকেই গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল, যা এখনও অব্যাহত।