রাসেল মোল্লা, কলাপাড়া প্রতিনিধি: দীর্ঘ প্রায় দশ বছর পরে পটুয়াখালীর কলাপাড়া- কুয়াকাটা মহাসড়কের খানাখন্দে একাকার হওয়া ১১ কিলোমিটার অংশের সংস্কার কাজ শুরু হয়েছে।
শনিবার বিকেলে হাজিপুর থেকে পাখিমারার দিকের অংশের সংস্কার কাজ শুরু হয়। ফলে কুয়াকাটাগামী পর্যটকসহ সাধারণ মানুষের মনে স্বস্তি ফিরে এসেছে। একটি মামলার কারণে এই সড়কের পাখিমারা থেকে আলীপুর থ্রিপয়েন্ট পর্যন্ত ১১ কিলোমিটার অংশের সংস্কার কাজ বন্ধ থাকে। আর এতে খানাখন্দে সড়কটি যান চলাচলে অনুপযোগী হয়ে পড়ে। কুয়াকাটায় যাওয়া পর্যটকদের ভোগান্তির শেষ ছিল না। ঢাকাসহ দূরপাল্লার বহু বাস গর্তে আটকে যানবাহন চলাচল বন্ধ থাকে বহু সময়।
এনিয়ে স্থানীয় মানুষ মানববন্ধনসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের আন্দোলনমুখী পোস্ট দেন। সড়ক ও জনপথ বিভাগসূত্রে জানা গেছে, দ্রুত এ কাজটি সম্পন্ন করা হচ্ছে। আর এর ফলে এই অঞ্চলের মানুষের একটি ভোগান্তির অবসান হতে চলছে। পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা এ কারণে স্বস্তি প্রকাশ করেন।