রাসেল মোল্লা, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ডালবুগঞ্জ সেকেন্ডারি স্কুল এন্ড কলেজে সম্প্রতি এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন ব্যাংক কর্মকর্তা মো. জাকির হোসেন।
শনিবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে তিনি স্কুলের শিক্ষকদের সাথে মতবিনিময় করেন। এসময় তাঁর সাথে জাতীয় পার্টির ডালবুগঞ্জ ইউনিয়ন কমিটির সেক্রেটারি আবুল হোসেন ফরাজী ও ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ও ডেলিগেট ভোটার জহিরুল ইসলাম ফরাজী উপস্থিত ছিলেন।
এতে স্থানীয় বিএনপি ও সমমনা দলের নেতা-কর্মীদের মাঝে তীব্র ক্ষোভ ও সমালোচনার ঝড় উঠেছে। ইতোমধ্যে বিষয়টি নিয়ে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নানা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। কি করে একজন ব্যাংক কর্মকর্তা হয়ে জাকির হোসেন স্কুল কমিটির সভাপতি হলেন এ নিয়েও প্রশ্ন তুলছেন কেউ কেউ।
তাদের দাবি, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসর জাতীয় পার্টির নেতাদের সঙ্গে নিয়ে শিক্ষকদের সাথে মতবিনিময় এবং তাদের পুনর্বাসনের চেষ্টা করা অত্যন্ত দুর্ভাগ্যজনক। জাকির হোসেন একজন বিএনপিমনা লোক হয়েও কিভাবে এ কাজ করেছেন তা তাদের বোধগম্য নয়।
ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী নাসির উদ্দিন বলেন, ‘ডালবুগঞ্জ সেকেন্ডারি স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি শিক্ষকদের সাথে মতবিনিময় করেছেন, আমাদেরকে জানানো হয়নি। তবে সেখানে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতা-কর্মীদের উপস্থিতি ফ্যাসিস্টদের পুনর্বাসনের ইঙ্গিত দেয়। আমরা ইউনিয়ন বিএনপি এধরনের অপচেষ্টা রুখে দেবো।’
বিষয়টি নিয়ে স্থানীয় অভিভাবকরাও উদ্বিগ্ন। তারা চান, শিক্ষাপ্রতিষ্ঠান যেন সব ধরনের রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত থাকে এবং শিক্ষার পরিবেশ বজায় থাকে। এছাড়া একাধিক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, তারা নিরপেক্ষ ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখার পক্ষপাতী।
এ বিষয়ে এডহক কমিটির সভাপতি মো. জাকির হোসেন বলেন, ‘এখানে আসলে মতবিনিময় হয়নি। শুধু এসএসসি পরীক্ষার্থীদের উৎসাহ দেওয়ার জন্য কিছু উপহার দিতে স্কুলে গিয়েছিলাম। তবে সেখানে যারা উপস্থিত ছিলেন তাদের সবাইকে আমি চিনি না।’