কনটেন্ট ক্রিয়েটর সাদ্দাম মালকে লিগ্যাল নোটিশ

কলাপাড়া প্রতিনিধি: একটি নাটকে আপত্তিকর খণ্ডচিত্র প্রকাশের অভিযোগ এনে কুয়াকাটা মাল্টিমিডিয়ার সাবেক অভিনেতা সাদ্দাম মালকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের বাসিন্দা, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিষয়ক সহসম্পাদক রবিউল আউয়াল অন্তরের পক্ষে আইনজীবী জেড এম কাওছার এই নোটিশ প্রদান করেন।

নোটিশে উল্লেখ করা হয়, নোটিশ দাতা দীর্ঘদিন ধরে দুর্নীতি বিরোধী কর্মকাণ্ড ও আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। চলতি বছরের ৬ ফেব্রুয়ারি রজপাড়া এলাকায় দুর্বৃত্তদের হাতে তিনি অপহৃত হন বলে অভিযোগ রয়েছে। এই ঘটনা নিয়ে কলাপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়, যা বর্তমানে তদন্তাধীন।

নোটিশে আরও বলা হয়, অপহরণের ঘটনার পর কলাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তার কিছু দুর্নীতি সংক্রান্ত বিষয় নিয়ে একাধিক মানববন্ধন ও সংবাদ সম্মেলনে অংশ নেন নোটিশ দাতা। এর পরিপ্রেক্ষিতে কুয়াকাটা মাল্টিমিডিয়া ‘রেষা রেষি’ নামক একটি নাটকে ২ মিনিটের একটি খণ্ডচিত্রের মাধ্যমে তাঁর চরিত্র হননের অপচেষ্টা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।

নোটিশে নাট্যাংশটিকে ‘আপত্তিকর’ উল্লেখ করে বলা হয়, এটি নোটিশ দাতার মানহানিসহ ব্যক্তিগত ও সামাজিকভাবে ক্ষতির কারণ হয়েছে। অভিযোগপত্রে ১৫ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব না পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।

এ বিষয়ে কুয়াকাটা মাল্টিমিডিয়ার পরিচালক শুভ কবির বলেন, সাদ্দাম মাল এখন কুয়াকাটা মাল্টিমিডিয়ার কেউ নয়। তিনি কয়েকবছর আগে এই মাল্টিমিডিয়ার সাথে সম্পৃক্ত ছিলেন। যে নাটকটি ঘিরে অভিযোগ উঠেছে সে নাটকটি আমাদের কুয়াকাটা মাল্টিমিডিয়ায় প্রচার হয়নি। এ বিষয়ে অভিযোগকারী রবিউল আউয়াল অন্তরের সাথে কথা বলে বিষয়টি তাকে জানিয়েছি।

এ বিষয়ে কনটেন্ট ক্রিয়েটর সাদ্দাম মাল বলেন, আমরা কোনো গোষ্ঠী বা ব্যক্তিকে উদ্দেশ্য করে গল্প তৈরী করি না। আমাদের নাটকের গল্পগুলো থাকে সব কাল্পনিক, আমরা কাউকে হেয় প্রতিপন্ন করার জন্য বা কারো নাম ইস্যু করে অভিনয় করি না। অভিনয়গুলো যদি কারো জীবনের সাথে মিলে যায়, কেউ যদি মনে করে সে অপারধী তাহলে তারতো ভালো হয়ে যাওয়া উচিত।

তিনি আরও বলেন, আমাদের গল্পের মাধ্যমে সমাজের স্থিতিশীলতা যাতে বজায় থাকে সে চেষ্টাটা সবসময়ই করি এবং সুস্থ বিনোদন দেয়ার চেষ্টা করি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *