কক্সবাজারে বিমান বাহিনীর ঘাঁটিতে হামলার অভিযোগ, গুলিবিদ্ধ একজনের মৃত্যু

কক্সবাজার বিমানবন্দরের পাশে বিমানবাহিনীর নির্মাণাধীন ঘাঁটিতে হামলার অভিযোগ উঠেছে। এ সময় বেশ কয়েকবার গুলিবর্ষণের ঘটনাও ঘটেছে। নিহত হয়েছেন একজন। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিমানবন্দর সম্প্রসারণের জন্য জমি অধিগ্রহণ ও উচ্ছেদ দিয়ে আতঙ্কে ছিলেন কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। সোমবার সকালে এ সংক্রান্ত বৈঠক শেষে স্থানীয় কয়েকজন শহর থেকে ফেরার সময় বিমান বাহিনীর সদস্যরা আটক করেছে, এমন খবর ছড়িয়ে পড়ে। পরে দলে দলে গ্রামবাসী ছুটে গেলে বাধে সংঘর্ষ।

সংঘর্ষের এক পর্যায়ে বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ পাওয়া যায়। ঘটনাস্থল থেকে শাহাব কবির নাহিদ নামে এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। পরে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এ ঘটনায় পরে এক সংবাদ বিজ্ঞপ্তি দেয় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। তারা জানায়, কক্সবাজারের সমিতি পাড়ায় বিমান বাহিনীর ঘাঁটিতে অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা।

বলা হয়, এ ঘটনায় বিমান বাহিনীর ৪ সদস্য আহত হয়েছেন। শাহাব কবির নামে এক যুবককে আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলে তিনি মারা যান। কিছু গণমাধ্যমে বিমানবাহিনীর গুলিতে যুবক নিহতের খবর প্রচার নিয়েও উষ্মা প্রকাশ করা হয়। দাবি করা হয়, এমন খবর সত্য নয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *