এবার প্রকাশ্যে এসেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রশিবির। জবিতে সংগঠনটির তিন জন নেতার নাম জানা গেছে।
জবি শিবিরের সভাপতি মো. ইকবাল হোসেন গণিত বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সাধারণ সম্পাদক ইতিহাস বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের মো. আসাদুল ইসলাম। প্রচার সম্পাদক রাষ্ট্রবিজ্ঞানের বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মো. ইব্রাহীম আলী।
গতকাল রাতে ‘ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয়’ নামে একটি ফেসবুক পেজে একটি বিবৃতি প্রকাশ করা হয়। ‘দৈনিক সংবাদ পত্রিকায় মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদ’ শিরোনামে এই বিবৃতির ব্যাপারে প্রচার সম্পাদক ইব্রাহীম বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা সংবাদ প্রচার করা হয়েছে। সাধারণ ছাত্রদের শিবির ট্যাগ দেওয়া হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।
সাধারণ সম্পাদক আসাদুল বলেন, দীর্ঘদিন ধরে ছাত্রশিবিরকে নানা ধরনের ট্যাগ-অপবাদ দেওয়া হয়েছে। এর মধ্যেও ছাত্রশিবির থেমে ছিল না। ছাত্রশিবির অতীতে ছিল, এখনও আছে।
পূর্ণাঙ্গ কমিটি কবে প্রকাশ করা হবে জানতে চাইলে জবি শিবিরের সভাপতি ইকবাল বলেন, এই বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। পরে জানানো হবে।