ইসলামী শরিয়াহ অনুযায়ী ৮০ শতাংশ নারী অধিকার নিশ্চিত করেছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান সরকার। অবশিষ্ট ২০ শতাংশ নিশ্চিতকরণের জন্য জোরদার প্রচেষ্টা চালানো হচ্ছে।
আফগান সরকারের দাওয়াত-ওয়াল-ইরশাদ (পুণ্যের প্রচার এবং অপপ্রচার প্রতিরোধ) সম্পর্কিত মন্ত্রণালয়ের মুখপাত্র সাইফুল ইসলাম খাইবার এ কথা জানান।
তিনি বলেন, ইসলাম অনুযায়ী আফগান নারীদের ৮০ শতাংশ মৌলিক অধিকার নিশ্চিত করা হয়েছে। এসব অধিকারের মধ্যে রয়েছে ইসলাম প্রদত্ত ব্যক্তি স্বাধীনতা, উত্তরাধিকার সম্পত্তি ও বিবাহের অধিকার।
তিনি আরও বলেন, নারীসহ সকল নাগরিকের অধিকার নিশ্চিত করার বিষয়ে অধিক গুরুত্ব দেয় দাওয়াত-ওয়াল-ইরশাদ মন্ত্রণালয়। ক্ষমতায় আসার পর থেকে এখন পর্যন্ত উত্তরাধিকার আইন বাস্তবায়নের জন্য একাধিক কার্যকরী পদক্ষেপ নিয়েছে আফগান সরকার।
উল্লেখ্য, গত তিন বছরে নারীদের উত্তরাধিকার সংক্রান্ত ৪ হাজার ৫০০ মামলা সুষ্ঠভাবে সমাধান করা হয়েছে বলে ইতিপূর্বে জানিয়েছে দাওয়াত-ওয়াল-ইরশাদ মন্ত্রণালয়। সেই সঙ্গে প্রায় ৫ হাজারের কাছাকাছি অভিভাবক কর্তৃক নারীদের জোরপূর্বক বিবাহ রুখে দেওয়া হয়েছে।
সূত্র: তোলো নিউজ