গত দুই সপ্তাহে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বর্বর হামলার মুখে পড়ে লেবানন ছেড়েছে ৪ লাখ বাসিন্দা। লেবাননের এসব নাগরিকগণ শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছেন পার্শ্ববর্তী দেশ সিরিয়াতে। সর্বশেষ এরকম অবস্থা দেখা গিয়েছিল দেশটিতে সংগঠিত গৃহযুদ্ধের সময়।
সোমবার (৭ অক্টোবর) এ বিষয়টি নিশ্চিত করেছে লেবানন সরকার।
প্রসঙ্গত, বিশ্বের সবচেয়ে বড় শরণার্থীদের অন্যতম আশ্রয়স্থল হল লেবানন। একটি বড় সময় ধরে প্রায় ১৫ লক্ষ সিরিয়াল নাগরিককে তারা আশ্রয় প্রদান করে আসছে। তবে ইসরাইলের হামলার ফলে এসব সিরিয়ান লেবানন ছাড়তে বাধ্য হয়েছে। আশ্রয় নিয়েছেন পুনরায় নিজের দেশে।
এদিকে, গত এক দশকেরও বেশি সময় ধরে গৃহযুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা করছে সিরিয়া। তাদের শরণার্থী শিবির গুলো খুব ছোট। এত বিশাল সংখ্যক মানুষকে আশ্রয় দেয়ার জন্য তা যথেষ্ট নয়। সিরিয়ার স্থানীয় কর্মীরা খাদ্য, চিকিৎসা সেবা ও আশ্রয়ের জন্য বাসস্থান তৈরীর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানিয়েছেন।
সূত্র: মিডল ইস্ট মনিটর