মির্জাগঞ্জে স্বপ্নচূড়া ফ্যাশন আগুনে পুড়ে ব্যবসায়ীর স্বপ্ন শেষ

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর মির্জাগঞ্জে স্বপ্নচূড়া ফ্যাশন নামে একটি দোকানে আগুন লেগে মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার রাত একটার দিকে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের মহিষকাটা বাজারে এ ঘটনা ঘটে। এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ওই ব্যবসায়ীর নাম মো.শামীম হাওলাদার (৪৮)। তিনি মহিষকাটা বাজারের একজন কাপড় ব্যবসায়ী।

ব্যবসায়ী শামীম আহমেদ বলেন,ঘটনার সময় আমি গ্রামের বাড়ি নতুন শ্রীনগরে ছিলাম। বাজারের ব্যবসায়ীরা রাত একটার দিকে আমাকে মোবাইল ফোনে দোকানে আগুন লাগার বিষয়টি জানায়। বাজারে এসে দেখি আগুন দোকানের চারপাশে ছড়িয়ে গেছে। বাজারের লোকজন ও এলাকাবাসী আগুন নেভানোর জন্য অনেক চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসকে অবহিত করলে ঘটনাস্থলে এসে তাঁরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। ততক্ষনে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারনা করা হচ্ছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

মহিষকাটা বাজার কমিটির সভাপতি মো. শামীম আহমেদ বলেন, বৃহস্পতিবার রাতে কাপড় ব্যবসায়ী শামীম আহমেদের দোকানটি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। তিনি মহিষকাটা বাজারের একজন বড় ব্যবসায়ী ছিলেন।

মির্জাগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার ইব্রাহীম খলিল বলেন, ঘটনাস্থলে গিয়ে আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমান নির্ধারণ করা হয়েছে প্রায় দশ লাখ টাকা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *