মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি:পটুয়াখালীর মির্জাগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে র্যালি অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে মাধবখালী ইউনিয়ন বিএনপির উদ্যোগে কাঠালতলী বাসস্ট্যান্ড সংলগ্ন বাকেরগঞ্জ -বরগুনা সড়কে এ র্যালী অনুষ্ঠিত হয়।
মাধবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শাহীন চৌধুরী পাশার সভাপতিত্বে র্যালীতে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সহসভাপতি মো.আনোয়ার হোসেন সিকদার,আমিনুল ইসলাম খোকন, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ফরাজী,মাধবখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাসিবুল গনি মুনির খন্দকার,উপজেলা যুবদলের সাবেক সভাপতি নুরু মৃধা,যু্বদলের আহবায়ক গাজী রাশেদ শামস,সদস্য সচিব গাজী আতাউর রহমান, শ্রমিক দলের সভাপতি মো.নাসির উদ্দিন ও স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. রফিকুল ইসলাম প্রমূখ।
র্যালিটি কাঠালতলী বাজার থেকে শুরু হয়ে আখতার হোসেন চৌধুরী মেমোরিয়াল কলেজগেটে গিয়ে শেষ হয়।
এছাড়াও র্যালিতে মাধবখালী ইউনিয়ন বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।