ভারতে মহানবী সা.-কে নিয়ে কটুক্তি; প্রতিবাদ করায় মুসলিম সাংবাদিকের বিরুদ্ধে মামলা

গত অক্টোবর মাসে ইসলাম ধর্মের নবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটুক্তি করেন ভারতের উগ্র হিন্দুত্ববাদী পুরোহিত ইয়াতি নরসিংহানন্দ। তার এই কটুক্তিমূলক বক্তব্য নিজের এক্স অ্যাকাউন্টে শেয়ার করে প্রতিবাদ জানিয়েছিলেন দেশটির শীর্ষ ফ্যাক্ট চেকার ও সাংবাদিক মুহাম্মাদ জুবায়ের। তবে আশ্চর্য হলেও সত্য, এমন প্রতিবাদের জন্য নরসিংহানন্দ নয়, বরং মামলা হয়েছে সাংবাদিক জুবায়েরের বিরুদ্ধে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) উত্তর প্রদেশের পুলিশ কর্তৃক এই মামলা দায়ের করা হয় বলে জানিয়েছে বিবিসি। যেখানে ‘ভারতের সার্বভৌমত্ব, ঐক্য ও অখণ্ডতা বিপন্ন করার’ অভিযোগ এনেছে পুলিশ।

বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, সাহসী সাংবাদিকতার কারণে জুবায়েরের বিরুদ্ধে বেশ আগে থেকেই লেগে আছে ভারতের ক্ষমতাসীন নরেন্দ্র মোদি সরকার ও উগ্র হিন্দুত্ববাদীরা। এর আগেও তিনি নুপুর শর্মা কতৃক ইসলামের নবীকে ব্যঙ্গ করার বিষয়টি বিশ্ববাসীর সামনে নিয়ে এসেছিলেন। আর তাই ভীত সংক্রান্ত হয়ে এবার তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।

এই মামলায় সকল অভিযোগ অস্বীকার করেছেন মুহাম্মাদ জুবায়ের। তিনি জানান, শুধুমাত্র তার কাজের ধরনের জন্যই তার বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে সরকার।

উল্লেখ্য, জামিন-অযোগ্য এই অভিযোগে দোষী সাব্যস্ত হলে অন্তত ৭ বছরের কারাদণ্ড ও জরিমানা, এমনকি যাবজ্জীবন কারাদণ্ডও হতে পারে।

সূত্র: বিবিসি

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *