অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বিশ্বের অনেক দেশেই চুরি ও দুর্নীতি হয়। তবে বাংলাদেশের মতো দুর্নীতি সচরাচর দেখা যায় না। আগে দেশে ক্ষমতাসীনরা টাকা ভাগাভাগি করে নিতো, আর সাধারণ মানুষ পেতো উচ্ছিষ্ট। রোববার (১৫ ডিসেম্বর) রাজধানীর গুলশানে আইবিএফবির উদ্যোগে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন, দেশে দুর্নীতি এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে ইউপি চেয়ারম্যানরাও কোটি কোটি টাকার মালিক বনে গেছেন। পুঁজিবাজারে লুটপাট হয়েছে। এ সময় কারসাজির জন্য দুই বছর আগেই সাকিব আল হাসানকে জরিমানা করা উচিত ছিল বলেও বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, শিল্প খাতে আর কোনো প্রণোদনা দেয়া যাবে না। কর অব্যাহতির সংস্কৃতি বন্ধ করতে হবে। এ সময় রাজনৈতিক সমঝোতা কঠিন হলেও চাঁদাবাজদের একে অন্যের মধ্যে সমঝোতা খুবই সহজ বলে মন্তব্য করেন তিনি।
সব পণ্যের দাম একসঙ্গে কমবে না জানিয়ে তিনি বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে শুল্কহার কমিয়েছে সরকার। তবে সুফল পেতে বাজার ব্যবস্থার উন্নতি করতে হবে।