জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ‘সবার আগে বাংলাদেশ’ শিরোনামের বিজয় কনসার্ট। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে মহান বিজয় দিবসের উন্মুক্ত কনসার্ট শুর হয় বেলা ২টায়।
দেশ সেরা ব্যান্ডের মধ্যে নগরবাউল, ডিফারেন্ট টাচ, আর্ক, সোলস, শিরোনামহীন, আর্টসেল, অ্যাভয়েড রাফা ও সোনার বাংলা সার্কাস এবং এককে সৈয়দ আব্দুল হাদী, খুরশিদ আলম, কনকচাঁপা, বেবী নাজনীন, মনির খান, কণা, ইমরান, প্রীতম, মৌসুমী ও জেফারসহ অনেকে মঞ্চ মাতান গানে গানে। রঙিন আতশবাজিতে আলোকিত হয়ে ওঠে মানিকমিয়া এভিনিউয়ের আকাশ।
দুপুর দুইটা থেকে শুরু হয় এই আয়োজন সূচি রাত এগারোটা পর্যন্ত। বিএনপি আয়োজিত এই কনসার্টে নেতাকর্মীরাসহ যোগ দেন সর্বস্তরের মানুষ। লাখো মানুষ মেতে উঠেন বিজয় উল্লাসে।
বেলা আড়াইটায় মঞ্চে উঠেন সংগীতশিল্পী ইথুন বাবু ও মৌসুমী। তারা গেয়েছেন ‘আমি মেজর জিয়া বলছি’ গানটি।
এরপর মঞ্চে আসতে থাকে বাংলাদেশের বিখ্যাত সব ব্যান্ড। রাত সাড়ে নয়টার দিকে মঞ্চে উঠেন নগরবাউল জেমস। দর্শকের কাছে গুরুখ্যাত শিল্পী জেমস ‘মা’, ‘দুষ্টু ছেলের দল’, ‘মীরাবাঈ’, ‘আসবার কালে আসছি একা’সহ জনপ্রিয় সব গান দরাজ কণ্ঠে গান।