রাসেল মোল্লা, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়ায় স্ত্রীর সাথে অভিমান করে মো. নূরউদ্দিন মিয়া( ২২) নামের এক যুবক আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটে মঙ্গলবার (২৯ জুলাই) দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে নিজ ঘরে।নিহত নূরউদ্দিন কলাপাড়া পৌর শহরের ৯ নং ওয়ার্ডের বাদুরতলী এলাকার মো. ফারুক মিয়ার ছেলে।
নিহতের স্বজনরা জানান, নূরউদ্দিন মিয়া গত ৬/৭ মাস আগে মাদারীপুর জেলার কালকিনি থানার কয়ারিয়া গ্রামের দুলাল সরদারের মেয়ে আলিফা আক্তারের সাথে সম্পর্ক করে বিবাহ হয়। বিবাহের পর থেকেই নূরউদ্দিন এর বাসায় ছিলেন তাঁর স্ত্রী । গত ২০ দিন পূর্বে মেয়ের ফুফু ও মায়ের সাথে বেড়াইতে যায় তার পর থেকে ফোনে যোগাযোগ রক্ষা করেন হঠাৎ দুইদিন আগে কথা কাটাকাটি হওয়ার এক পর্যায় স্ত্রী নূরউদ্দিন এর সাথে সংসার করবেনা বলেন।এর পর থেকেই নূরউদ্দিন মানষিক ভাবে ভেঙে পরে। গতকাল রাতে বাসায় খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পরলে রাত আনুমানিক দুইটার দিকে ঘরের আড়ার সাথে গলায় দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করে।
এ বিষয়ে কলাপাড়া থানা অফিসার ইনচার্জ ওসি মো. জুয়েল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে আত্মহত্যার বিষয়ে একটি ইউডি মামলা হয়েছে এবং লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরন করা হবে।